রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৬:০২:৫১

রংপুরের অপ্রত্যাশিত জয়ে অবদান রেখেছেন যারা

রংপুরের অপ্রত্যাশিত জয়ে অবদান রেখেছেন যারা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে রংপুর রাইডার্স। শুরুটা খুবই খারাপ করে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের জন্য আশার আলো হয়ে উইকেটে টিকে থাকেন মিসবাহ উল হক। এই মিসবাহই মূল নায়ক। তবে তার যোগ্য সঙ্গী হয়েছেন আরো তিন ব্যাটসম্যান। এই ৩ জনের ভূমিকা ছাড়া কিছুতেই জয় আসত না সাকিবদের শিবিরে। জেনে নেয়া যাক এই তারকাদের সম্পর্কে। ৭ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ড্যারেন সামি। ১৭ বলে ৪৩ রান করেছেন পেরেরা। দেশীয় ক্রিকেটার আল আমিন ২৮ বলে করেছেন ৩৮ রান। মিসবাহর কীর্তি তো থাকছেই আর এই ৩ জনকে এমন ছন্দে না পেলে ম্যাচ শেষে লজ্জায় ম্লান হতে হতো সাকিবদের। মিসবাহ ৩৯ বলে ৬১ রান করেন। ম্যাচটাকে আপন হাতের মুঠোয় ধরে রাখার চেষ্টা করেন মিসবাহ। অনেকেই আসা যাওয়ার খেলায় ব্যস্ত থাকেন। তবে ওই ৩ জনকে ছন্দ-দোলায় পান মিসবাহ। আর এ কারণেই নিশ্চিত হারের মুখ থেকে বেরিয়ে আসে রংপুর রাইডার্স। জয় পওয়ার জন্য অবশ্য শেষ বল পর্যন্ত খেলতে হয় রংপুর রাইডার্সকে। ১৮৭ রানের টার্গেটে ১৮৮ রান করে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স। চট্টগ্রামের হয়ে মাথা উঁচু করার মত ইনিংস (৫১) খেলেন তামিম ইকবাল। দুর্দান্ত বল করেন আমির (৪ উইকেট)। কিন্তু ভালো খেলেও হারের স্বাদ পেতে হলো তাদের। বলে-ব্যাটে দুই বিভাগে সাকিব যখন ব্যর্থ তখন ঠিকই জয় পেয়েছে রংপুর। এ জয়ের সুবাধে পয়েন্ট তালিকায় খানিকটা এগিয়ে গেল সাকিবের দল। ২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে