রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৬:২৮:৩০

বিপিএলের প্রথম দিনেই তাক লাগালেন সেই আমির

বিপিএলের প্রথম দিনেই তাক লাগালেন সেই আমির

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমির যে কতটা উঁচু মাপের তারকা সেটা মাঠেই প্রমাণ করেলেন তিনি। পাকিস্তান জুড়ে বইছে তার সমালোচনা। জাতীয় দলে নেই দীর্ঘদিন ধরে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক ও সফল ক্রিকেটার মিসবাহ উল হক খুব ভালো করেই পরখ করলেন আমিরের কত ঝাঁজ। রংপুরের হয়ে মিসবাহ সবার বল দেখে শুণে খেলছিলেন। কিন্তু ব্যক্তিগত ৬১ রানের সময় আচমকা আঘাত হানেন মোহাম্মদ আমির। ভেঙ্গে যায় মিসবাহর স্টাম্প। প্রথম দুই ওভারে আমির মাত্র পাঁচ রান দিয়ে রংপুরের দুই ওপেনারকে পর পর দুই বলে ফেরান। চার ওভার বল করে ৪টি উইকেট নিয়েছেন তিনি। একটি মেডেল ওভারও রয়েছে তার। চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। সিমন্স, সৌম্য, মিসবাহ ও পেরেরাকে ফেরান মোহাম্মদ আমির। চট্টগ্রাম দলে বোলিংয়ে আমিরের মত সাপোর্ট দিতে পারেননি অন্যকেউ। তাসকিন ও সফিউল ৪ ওভার বল করে একটি করে উইকেট শিকার করেন। অন্যদিকে চিগাম্বুরাও একটি উইকেট শিকার করেন। আমিরের মত অন্যরা সাফল্য পেলে ম্যাচ শেষে হয়তো জয় পেত তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। বিপিএল আসর আমিরের জন্য গুরুত্বপূর্ণ। এই আসরের সাফল্য দলে ফেরার জন্য সহায়ক হতে পারে তার। ২২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে