ক্যাচের বন্যা মাশরাফিদের ইনিংসে
স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডিনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মধ্যে আছে কুমিল্লা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাতে শুরু করেছে কুমিল্লা। ম্যাচের তৃতীয় বলের সময় আবুল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে ফরহাদ রেজার তালুবন্দী হয়ে ফেরেন ইমরুল কায়েস (০)। দ্বিতীয় ওভারে ফরহাদের বলে মুস্তাফিজুর রহমানের ক্যাচ হয়ে ফেরেন লিটন দাস (৩)। তৃতীয় ওভারে শুভাগত হোমকে (৪) তুলে নেন আবুল হাসান। চতুর্থ ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে তিনি মারলন স্যামুয়েলসকে (৮) বোল্ড করে দেন। রপর অষ্টম ওভারে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ড্যারেন স্টিভেন্স (৫)। স্টিভেন্সের পর ইনিংসের ১২তম ওভারে মোশাররফ হোসেনের বলে স্ট্যাম্পিং হন আরিফুল হক (১৩)।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভারে ৬ উইকেট ৫৯ হারিয়ে রান সংগ্রহ করেছে মাশরাফির দল। এখন ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান লিমন ও মাশরাফি মুর্তজা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একাদশে দেশী খেলোয়াড়দের তালিকায় আরো আছেন ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম, আরিফুল হক, মাহমুদুল হাসান, আবু হায়দার। আর বিদেশী খেলোয়াড়রা হলেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, সুনিল নারিন, ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স ও দক্ষিণ আফ্রিকার কিশমার স্যান্টোকি।
ঢাকা ডিনামাইটসের অধিনায়ক শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এই দলের আজকের ম্যাচের একাদশে দেশী খেলোয়াড়দের মধ্যে আছেন নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, ফরহাদ রেজা ও আবুল হাসান। আর সাঙ্গাকারার সাথে বিদেশীরা হলেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, পাকিস্তানের নাসির জামসেদ ও ইয়াসির শাহ।
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�