সিলেটের মালিক তামিমের বাবা-মাকে গালি দেয়ায় যা বললেন মুশফিক
স্পোর্টস ডেস্ক: সোমবার বিপিএলে ম্যাচ শুরুর আগে সিলেট সুপারস্টার্স দলের মালিক নাকি মাঠে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার ও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিমকে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে এ নিয়ে চরম হতাশা প্রকাশ করে বিসিবির কাছে। সংবাদ সম্মেলনে আসেন সিলেট সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। তখন এই বিষয় মুশফিকের কাছে জানতে চাইলে তিনি এর ব্যাখ্যা চাইতে বলেছেন বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। মুশফিক আরো বলেন, এক হাতে আসলে তালি বাজে না। কেউ দায়ী থাকলে উপরে যারা আছে তাদের (এটা) খতিয়ে দেখা দরকার। তারা এটার ভালো উত্তর এবং ব্যাখা দিতে পারবেন। এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি হয়েছিল তামিমের দল চিটাগাং ভাইকিংস ও মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টার্স। এই ম্যাচের শুরু থেকেই দেখা দিয়েছিল বিভিন্ন সমস্যা। শেষ অব্দি যদিও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ম্যাচটিতে ১ রানে জয় পেয়েছেন তামিমরা।
২৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�