সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ১২:৫০:৫৩

কাজের কাজটা করেই ফেললেন, এবার মেসিকে টপকে গেলেন সেই সালাহ

কাজের কাজটা করেই ফেললেন, এবার মেসিকে টপকে গেলেন সেই সালাহ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করার পর প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে দলটি। কাজের কাজটা করেই ফেললেন, এবার মেসিকে টপকে গেলে সেই সালাহ।

দলের জয়ে অবদান রেখেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ম্যাচের ৬৯ মিনিটে করেন দুর্দান্ত এক গোল। আর এ গোলেই ইউরোপিয়ান গোল্ডেন সু জয়ের দৌড়ে মেসিকে পেছনে ফেলেছেন লিভারপুল এই ফরোয়ার্ড।

এ নিয়ে লিগে ৩০ গোল করলেন সালাহ। ২৯ গোল নিয়ে দুইয়ে লিওনেল মেসি। বার্সা ফরোয়ার্ড কাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল পাননি। সুযোগটার সদ্ব্যবহার করে মেসিকে টপকে যেতে ভুল করেননি লিভারপুল তারকা।

এদিকে ৩০ গোল করে আরও একটি মাইলফলক গড়েছেন সালাহ। প্রথম আফ্রিকার ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ গড়েছেন সালাহ। এ পথে তিনি ভেঙেছেন আইভরি কোস্টের সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ে দ্রগবার গড়া ২৯ গোলের মাইলফলক। আর এক গোল করলে সালাহ ফেলবেন অ্যালেন শিয়ারার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুই সুয়ারেজের মৌসুমে ৩১ গোলের রেকর্ডও।

এছাড়া রবিন ফন পার্সি ও রোনালদোর আরও একটি রেকর্ড ভেঙেছেন এই তারকা। এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে ভিন্ন ভিন্ন ২১টি ম্যাচে গোলের রেকর্ড ছিল এই দুই তারকা। এবার ভিন্ন ভিন্ন ২২ ম্যাচে গোল করলেন সালাহ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে