সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৭:০৮:০২

‘আমরা গেইলের নির্দয় পিটুনির শিকার হয়েছি’

‘আমরা গেইলের নির্দয় পিটুনির শিকার হয়েছি’

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে অনেকটা বাতিল ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। এমনকি পাঞ্জাবের প্রথম দুই ম্যাচেও একাদশে জায়গা হয়নি তার। তবে পাঞ্জাবের তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়ে নিজেকে প্রমাণ করেছেন গেইল। চেন্নাইয়ের বিপক্ষে ৩৩ বলে ৪টি ছক্কা ও ৭টি চারের মারে ৬৩ রান করেন তিনি।

তবে গেইলের এমন মার মানতে পারেননি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। তিনি বলেন, ‘আমরা গেইলের নির্দয় পিটুনির শিকার হয়েছি। সে আসলেই খুব ভালো খেলেছে। আমরা ভেবেছিলাম ভয়ংকর হওয়ার আগেই আমরা তাকে আটকে দিতে পারব। তবে তাদের ২০০ রানের নিচে রাখাটাও কম ছিল না। আমরা উইকেট নিয়ে তাদের চাপে রাখতে পেরেছিলাম।’

১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে হেরে যায় চেন্নাই। তবে চেন্নাই হারলেও দলের পারফরম্যান্সে ভীষণ খুশি ফ্লেমিং। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের চেষ্টা নিয়ে গর্বিত। রান তাড়ার সময় গেইল যেমন শুরু করেছিল, আমরাও নিজেদের সেভাবেই এগিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত ধোনি আমাদের হয়ে লড়েছে। আরেকটি জয় থেকে আমরা মাত্র একটি হিট দূরে ছিলাম।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে