সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৭:১০:৫৫

টাইগারদের ভাগ্য নির্ধারণ কাল, যে ইঙ্গিত দিলেন আকরাম খান

টাইগারদের ভাগ্য নির্ধারণ কাল, যে ইঙ্গিত দিলেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার বিসিবি পরিচালকরা বসছেন আলোচনা সভায়। আর এ সভাতে বেশ কিছু বিষয়ই উঠে আসছে। তার মধ্যে অন্যতম মাশরাফী-সাকিবদের বেতন কাঠামো। বরাবরের মতো এবারও ক্রিকেটারদের বেতন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান। পাশাপাশি বিসিবি চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যাও কমানো হবে বলে জানিয়েছেন এ পরিচালক।

গত বছর এপ্রিলে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছিল। বাড়ানো হয়েছিল ম্যাচ ফিও। তাও প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছিল। এবার পরিমান অতোটা হবে না জানিয়ে আকরাম সোমবার বলেছেন, ‘গতবার আমরা প্রায় ১০০ শতাংশ বাড়িয়েছিলাম। ধীরে ধীরে আরও বাড়াব। তবে সেটা খুব বড় মাত্রায় নয়। আর আমাদের সঙ্গে অন্যান্য দেশের তুলনা করা ঠিক হবে না। কারণ, ঘরোয়া ক্রিকেটে আমাদের দেশের খেলোয়াড়রা যে টাকা পায় অন্য দেশের খেলোয়াড়রা তা পায় না।’

এদিকে বেতন বাড়লেও কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমাতে চাইছে বিসিবি। গত চুক্তিতে ছিলেন ১৬ ক্রিকেটার। এবার সংখ্যাটা কমবে। তবে ঠিক কয়জন বাদ পড়তে যাচ্ছেন তা খোলাসা করে বলেননি আকরাম, ‘আমরা প্রস্তাব এখনো চূড়ান্ত করতে পারিনি। কাল ঠিক করে ফেলব। তবে এটা ঠিক, চুক্তিতে খেলোয়াড় কমবে। অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। খেলোয়াড়ের সংখ্যা কম থাকলে ভালো হয়।’

খেলোয়াড়দের বেতন প্রায় প্রতিবছরই বাড়িয়ে আসছে বিসিবি। গত বছরের বৃদ্ধিটা ছিল বড় অঙ্কের। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে করা হয় ৪ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহর ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ; ‘বি’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের দেড় লাখ থেকে বাড়িয়ে ২ লাখ; ‘সি’ ক্যাটাগরিতে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতদের ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ এবং ‘ডি’ ক্যাটাগরিতে নতুন অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটারদের বেতন ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ টাকা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে