বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:১৭:১৩

শক্ত প্রাচীর গড়ার পথে রংপুর

শক্ত প্রাচীর গড়ার পথে রংপুর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১৫ ওভারে ৩ বলে ১৪০ রান। উইকেট পড়েছে ৪ টি। ঢাকা ডাইনামাইটসের হয়ে প্রথমে বোলিংয়ে আসে নাসির হোসেন। কিন্তু সফলতা আসে পেসার মুস্তাফিজুর রহমানের বলে। মুস্তাফিজের বলে উঠিয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ধরা পড়ে মাঠ ছাড়তে হয় মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকারকে। এরপর দলের হাল ধরেন সিমন্স ও মিথুন। তবে ৩৯ বলে ৫১ করে মোশাররফ হোসেনের শিকার হন সিমন্স। এর কিছুক্ষণ পরই আবুল হোসেনের বলে এলবির শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। বর্তমানে মাঠে রয়েছেন পেরেরা ও সামি। ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, রায়ান টেন ডেসকাট। রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে