বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৪:২৮:৩৭

আমলাদের তীব্র আক্রমণে ভারতীয় শিবিরে ধস

আমলাদের তীব্র আক্রমণে ভারতীয় শিবিরে ধস

স্পোর্টস ডেস্ক : তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কানপুরে মান বাঁচাতে গিয়ে জ্বলে ওঠে আমলা বাহিনী। আমলাদের তীব্র আক্রমণে ভারতীয় শিবিরে ধস নামে। ভারতের নাগপুরে হাশিম আমলার সতীর্থরা অসাধারণ প্রদর্শনী দেখায়। শুরুটা দারুণ করে ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু খানিকটা পরেই কঠিন বিপদে পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। শীর্ষ ৭ টি উইকেট হারিয়ে ভারতের দলীয় রান যখন ১৯০ তখন ব্যক্তিগত সর্বোচ্চ রান প্যাবিলিয়নে ফেরা মুরালি বিজয়ের। তিনি ৪০ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বোলার এম মরকেল ৩ জন সেরা ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেন। হার্মার পান দুটি উইকেট। অন্যদের মধ্যে রাবাদা ও ইলগার একটি করে উইকেট শিকার করেন। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি মাত্র ২২ রান করে মরকেলের বলে বিদায় নেন। উজ্বল ব্যাটিং বলতে যেটা বুঝায় সেটা করতে পারেননি কোনো ভারতীয় ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার ইউটার্ন ও ভারতের বিপদের দিনে দলের ওপেনিং জুটি ভাঙ্গে মোটামুটি সন্মানজনক অর্থাৎ দলীয় ৫০ রানে। কিন্তু এরপরে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। শিখর ধাওয়ান ১২, পূজারা ২১, রায়ানে ১৩, শর্মা ২ ও জাদেজা ৩৪ রান করে আউট হন। প্রসঙ্গত, সিরিজে ১-০তে এগিয়ে ভারত। আর তৃতীয় টেস্টে দেখা গেল দক্ষিণ আফ্রিকার জ্বলে ওঠার চিত্র। বদলে যেতে পারে সিরিজের চিত্রটাও। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে