বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:০৩:৩০

দলকে খাদের কিনারায় রেখে চলে গেলেন সাঙ্গাকারাও

দলকে খাদের কিনারায় রেখে চলে গেলেন সাঙ্গাকারাও

স্পোর্টস ডেস্ক: বালাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ দিনের প্রথম খেলায় রংপুরের দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ঢাকা ডায়নামাইটস। শুরুতেই ঢাকার ব্যাটসম্যানদের ওপর তান্ডব চালাতে থাকেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারেই ঢাকাকে জোড়া আঘাতে ক্ষত-বিক্ষত করে দেয় সাকিব। সাকিবের পর অ্যাকশনে আসে আরাফাত সানি। মোসাদ্দেক হোসেনকে সাকিবের ক্যাচে পরিণত করে আউট করেন এই বাঁ হাতি। ততক্ষণে দলের হাল ধরার চেষ্টায় থাকেন কুমার সাঙ্গাকারা ও রায়ান টেন ডেসকাট। মোসাদ্দেকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সাঙ্গাকারা। দলের হয়ে ১৮ যোগ করে সানির দ্বিতীয় শিকারে পরিণত হন এই লঙ্কান লিজেন্ড। আউট হওয়ার আগে ২৮ বলে ২৯ রান করেন তিনি। এরপর নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাটকে সাকিবের তালুবন্দি করেন পেরেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান। নাসির হোসেন ১২ এবং ফরহাদ রেজা ০ রানে ব্যাট করছেন। ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, রায়ান টেন ডেসকাট। রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে