বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৫:৩১:১২

সাকিব ম্যাজিকে লজ্জায় ডুবলো ঢাকা ডায়নামাইটস

সাকিব ম্যাজিকে লজ্জায় ডুবলো ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক: বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং কারিশমায় ঢাকা ডিনামাইটসকে ৬৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে ভূমিকা রাখেন ক্যারিবীয়ান খেলোয়াড় সিমন্স। দলের প্রয়োজনে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। বিপিএলের চতুর্থ দিনের প্রথম খেলায় রংপুরের দেয়া ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমেই ধস দেখা দেয় ঢাকা ডায়নামাইটসের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের তান্ডব শুরু হয় প্রথম থেকেই। ইনিংসের তৃতীয় ওভারেই ঢাকাকে জোড়া আঘাতে ক্ষত-বিক্ষত করে দেয় সাকিব। এর পর উইকেটের নাগাল পান আরাফাত সানি। মোসাদ্দেক হোসেনকে সাকিবের ক্যাচে পরিণত করে আউট করেন এই বাঁ হাতি। ততক্ষণে দলের হাল ধরার চেষ্টায় থাকেন কুমার সাঙ্গাকারা ও রায়ান টেন ডেসকাট।মোসাদ্দেকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সাঙ্গাকারা। দলের হয়ে ১৮ যোগ করে সানির দ্বিতীয় শিকারে পরিণত হন এই লঙ্কান লিজেন্ড। আউট হওয়ার আগে ২৮ বলে ২৯ রান করেন তিনি। এরপর নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকাটকে সাকিবের তালুবন্দি করেন পেরেরা। শেষ মুর্হূতে পাকিস্তানি ইয়াসির শাহ নেমে পরাজয়ের ব্যবধানটা খানিকটা কমাতে পেরেছেন। তবে শেষ পর্যন্ত ১০৭ রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের পক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার সাকিব। পেরেরা ২৫ রানে ৩টি উইকেট এবং সানি ১৫ রানে ২টি উইকেট পান। ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, রায়ান টেন ডেসকাট। রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে