বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:২৩:২৩

বিপিএলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাস্তি পেল দুই খেলোয়াড়

বিপিএলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাস্তি পেল দুই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই ছোট-খাট অনাকাঙ্খিত ঘটনা ঘটে চলছে। চিটাগং ভাইকিংসের অধিনায়ক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সিলেট ফ্রাঞ্জাইজির মালিক পক্ষের কথা কাটাকাটি। এর পরে আল আমিনের সঙ্গে শহীদের ধাক্কা ধাক্কাকির মত অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। তবে এবার একদিন আগেই ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার সাজা পেলেন দুই পেসার আল আমিন ও মোহাম্মদ শহীদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বরিশাল বুলস ও সিলেট সুপার স্টার্সের মধ্যকার ম্যাচে ঝামেলায় জড়ানোয় তাদের অর্থ জরিমানা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বরিশাল বুলসের আল আমিনকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা। আর শহীদের জরিমানা হয়েছে ৩০ হাজার টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে এই ঘটনা ঘটে। বরিশাল বুলস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচের প্রথম ইনিংসে আল-আমিনকে ফিরিয়ে মাত্র ১০৮ রানেই প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয় সিলেট। এই ওভারেই বল করছিলেন শহীদ। আগের দু’টি বল ছিল বাউন্সার। পরের বলে শহীদের বলে বোল্ড হওয়ায় উদযাপনে ফেটে পড়েন শহীদ। আল আমিনকে লক্ষ্য করে কিছু একটা বলেও ফেললেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে শহীদের দিকে এগিয়ে যান আল আমিন। পরে তা সামাল দেন মাঠে থাকা দুই আম্পায়ার ও মুশফিকুর রহিম। ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে