বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৭:৫৪:৫৯

গালিগালাজকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : পাপন

গালিগালাজকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : পাপন

স্পোর্টস ডেস্ক: ব্যাপক রাখ ডাক আর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসর। গত দুই আসরের ন্যায় এই আসরে কোন প্রকার অনিয়ম এবং ভুল হতে দিবেন না এমনটাই জানিয়েছিলেন বিপিএল কতৃপক্ষ। কিন্তু হলো কি? দ্বিতীয় দিনেই অনিয়মের বেড়াজালে জড়িয়ে পড়ে বিপিএল। দেরি করে ম্যাচ শুরু করা থেকে খেলোয়াড়-মালিকদের কথা কাটাকাটির মত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। তবে বিপিএলের সোমবারের সেই অনাকাঙ্খিত ঘটনার এখনো কোন সুষ্ঠ ফলাফল পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চালাচ্ছে কতৃপক্ষ। সোমবারের ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, তদন্তের পর অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তামিম লিখিত অভিযোগ করেছেন বলে জানান বিসিবি সভাপতি। বুধবার মিরপুরের একাডেমি মাঠে এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তামিমের কাছ থেকে লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। ওই পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। যারা ওখানে ছিল তাদের সকলকে সাক্ষাৎকার নিতে বলেছি। আমাদের লোকদের প্রথমে। আমার মনে এর মাধ্যমে আমরা এটা বের করতে পারবো।’ বিসিবির সভাপতি আরো জানান, ‘বিষয়টি নিয়ে তাদের (বিসিবির) করার কিছুই ছিল না। দল গুলো নাম দিলে আমরা এটা গ্রহণ করি কিংবা বাদ দেই। ওদের খেলোয়াড় অনেকদিন আগে আসলেও কেন যে এনওসি নিলো না এটা অবশ্য আমি জিজ্ঞেস করিনি।’ সোমবারের ম্যাচে সেদিন সিলেট চার জন বিদেশি খেলোয়াড়ের জায়গায় মাত্র দু’জন খেলোয়াড় নিয়ে খেলেছে। আর তা কেবল বিপিএলের স্বার্থে ছাড় দেয়া হয়েছে বলে জানান বিসিবির সভাপতি, ‘ওই খেলোয়াড় একটি জিনিস করার ছিল তা হলো ওয়াকওভার দিতে হত।বিপিএলের স্বার্থে এটা ঠিক হত না। এটা আরও ক্ষতি হত। এখন যা হয়েছে তারচেয়ে আরও বেশি ক্ষতি হত।’ ২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে