বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১১:৫০:৪৩

কাল থেকে শুরু পাকিস্তানের বাঁচা মরার লড়াই

কাল থেকে শুরু পাকিস্তানের বাঁচা মরার লড়াই

স্পোর্টস ডেস্ক: আগামীকাল দুবাইয়ের মাটিতে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের বাঁচা মরার লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শহিদ আফ্রিদির দল। বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই ফরম্যাট টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এই স্থান ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিপক্ষে কমপক্ষে তাদের ২-১ ব্যবধানে সিরিজ জিততে হবে পাক দলকে। আর এই র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ইংল্যান্ডে আসে অষ্টম স্থানে। কালকের ম্যাচ উপলক্ষে পাক দলের টি-টেয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, এই র‌্যাঙ্কিংটা আমাদের ধরে রাখতে হবে এবং এটা আমাদের ধারা সম্ভব হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, ২০১৬ টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের এই দলটিকে সাজানোর প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানে রয়েছি সে কারণেই এই সিরিজটি আমাদের জন্য বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। অন্যদিকে ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেলিস বলেন, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে দলকে সহযোগিতা করবে। ২৫, নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে