বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৯:০৩:৫৩

‘বিপিএলে আগে ব্যাট করা দল ভালোই সুবিধা পাচ্ছে’

‘বিপিএলে আগে ব্যাট করা দল ভালোই সুবিধা পাচ্ছে’

স্পোর্টস ডেস্ক: বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে বিশ্বসেরা সাকিব আল হাসানের রংপুর। ম্যাচটিতে রংপুর রাইডার্স ৬৯ রানে জয়লাভ করে। বিশাল ব্যবধানের জয়লাভের বিষয়টি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান, ‘বিপিএলে টস এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট মন্থর হওয়ায় আগে ব্যাট করা দল ভালোই সুবিধা পাচ্ছে। বিষয়টি নিয়ে সাকিব আরো জানায়, ‘টুর্নামেন্টে প্রতিদিনই দুটি করে ম্যাচ হচ্ছে। উইকেট প্রস্তুত করার বেশি সময়ও পাচ্ছে না কিউরেটররা। তাই দিন দিন উইকেট অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে।’ প্রসঙ্গত, রংপুরের জয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে ব্যাট-বলে জ্বলে ওঠা সাকিবের হাতে। বল হাতে মহামূল্যবান চার উইকেট নেয়া ছাড়াও ব্যাট হাতে নিয়েছেন অপরাজিত ২৪ রান। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে