বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১০:২৯:৩১

‘বিপিএলে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে’

‘বিপিএলে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে’

স্পোর্টস ডেস্ক: ২০ নভেম্বরে উদ্ভোধনের একদিন পরই মাঠে গড়ায় বিপিএল তৃতীয় আসর। এই আসরে ছোট-খাট ভুল ত্রুটি হলেও ঠিকঠাক মতই চলছে সবকিছু।তবে অবাক করা বিষয় হচ্ছে এবার বিপিএলে প্রতিটি ম্যাচে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা লক্ষ্য করা যাচ্ছে।আর এতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গত দুই আসরের চেয়ে বিপিএল তৃতীয় আসর পেয়েছে ভিন্নতার ছোঁয়া।গত আসরে ম্যাচ খেলোয়াড়দের পেমেন্ট ঝামেলা ও ম্যাচ ফিক্সিংয়ের মত কেলেঙ্কারির ঘটনা ঘটলেও এই আসরে তা লক্ষ্য করা যাচ্ছে না। গতকাল (বুধবার) বিসিবি সভাপতি বলেন, ‘এবারের বিপিএল আসরটি আমরা নতুন আঙ্গিকে করার চেষ্টা করেছি। কিছু বিষয় পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে। এর মধ্যে মূল ইস্যু যেগুলো ছিল তার পুনরাবৃত্তি আমরা এখন পর্যন্ত পাইনি। আগে পেমেন্ট নিয়ে এবং ম্যাচ ফিক্সিং নিয়ে নানা ধরনের সমস্যা ছিল। এবারের আসরে এখন পর্যন্ত সেই সমস্যাগুলো আমরা দেখিনি।’ লোকাল খেলোয়াড়দের কল্যানে এবারের বিপিএলে দারুণ চমক দেখছে ক্রিকেট বিশ্ব। হেরে যাওয়া ম্যাচকেও জিতিয়ে তারা অবাক করে দিচ্ছে সবাইকে।এছাড়া প্রতিটি দলকে বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। এ বিষয়ে তিনি আরো বলেন, ‘সবচেয়ে ভালো লাগছে এবার বিপিএলের প্রতিটি ম্যাচে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা লক্ষ্য করা যাচ্ছে। যা আমরা কল্পনাও করতে পারিনি। বিপিএলের এখন পর্যন্ত এটা বড় একটি অর্জন। টিমগুলোর মধ্যে সবাই ব্যালেন্স। আমাদের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সের কারনে একটি নিশ্চিত হারা ম্যাচ জিতে যাচ্ছে। এছাড়া বিপিএলে অনেক দর্শক হচ্ছে। ওয়ার্কিডেতে বিপিএলে এর আগে এতো দর্শক দেখা যায়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো।’ ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে