বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:১৭:১৮

ফর্মহীন ব্যাটসম্যানেও বাজিমাত কুমিল্লার

ফর্মহীন ব্যাটসম্যানেও বাজিমাত কুমিল্লার

স্পোর্টস ডেস্ক: যে কেউ অনায়াসে বলে দিবে মাশরাফি বিন মর্তুজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে নেই। সেই শুরুর ম্যাচ থেকেই টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট কিছুতেই হাসছেনা। কিন্তু তার পরও বোলারদের অসাধারণ সাফল্যে এরই মধ্যে তিনটি ম্যাচের দুটিতে জয়ের দেখা পেয়েছে নাফিসা কামালের দলটি। দল টানা দ্বিতীয় জয় পাওয়ায় বেজায় খুশি মাশরাফি বিন মুর্তজাও। তবে বরিশাল বুলসের বিপক্ষে ৯০ রানের লক্ষ্যে ১৫ ওভারের মধ্যে পৌঁছতে পারলে আরও বেশি ভালো লাগতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের। বিপিএলে প্রথম ম্যাচ থেকেই মাশরাফির ব্যাটসম্যানরা ভালো ফর্মে নেই। তাই হয়তো একটু বেশি সময় কাটাতে চেয়েছে তারা।তবে ১৫ ওভারে জিততে পারলে আরো বেশি ভালো হত বলে মনে করছেন অধিনায়ক মাশরাফি। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৮৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল। লক্ষ্যে পৌঁছতে মাত্র ২ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয় ১৮তম ওভারের শেষ বল পর্যন্ত। ৮ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এই ম্যাচে রান রেট একটু বাড়িয়ে নিতে চেয়েছিলেন তিনি। বলেন, ‘জয় সবসময় আনন্দদায়ক। তবে চেয়েছিলাম আরেকটু পুশ করে রানরেট বাড়িয়ে নিতে। কারণ, এই খেলায় (টুর্নামেন্টে) শেষ দিকে রানরেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’ প্রসঙ্গত, কুমিল্লার জয়ের দিনে ১৪ বলে ১৩ রান করে ফিরে যান ইমরুল কায়েস। শুভাগত হোম চৌধুরী ১৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল হাসান ৩১ রান করতে খেলেন ৪৩ বল। ৩৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। কোনো চার-ছক্কা আসেনি তার ব্যাট থেকে। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে