বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:২৪:০৭

রাজকীয় প্রত্যাবর্তনের পর ভক্তদের কারণে অজানার পথে মেসি!

রাজকীয় প্রত্যাবর্তনের পর ভক্তদের কারণে অজানার পথে মেসি!

স্পোর্টস ডেস্ক : দুই মাস মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। কোটি কোটি ফুটবলপ্রেমীরা ছিলেন মহাচিন্তায়। প্রিয় তারকার জন্য প্রার্থনা ছিল সবার। ভক্তদের অনেকটাই হতাশ করে বার্সা। মেসি সুস্থ হয়ে অনুশীলনে নামলেও সে খবরটিকে গোপন রাখে বার্সেলোনা। এই বার্সেলোনার বৃত্তেই মেসির রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। আর কোটি কোটি ভক্ত ফের বরণ করে নিয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিরুদ্ধে জাদু দেখান লিওনেল মেসি। মেসিময় ম্যাচে কাতালান ক্লাব পৌঁছে গেল টুর্নামেন্টের শেষ ষোলোতেও। ন্যু কাম্পে মঙ্গলবার রাতে মেসির দাপটে বিধ্বস্ত হয় রোমা। লুইস সুয়ারেজের জোড়া গোলও ছিল। পিকে ও আদ্রিয়ানো জ্বলে ওঠেন মেসিকে মাঠে পেয়ে। দুই জনেই একটি করে গোল করেন। মেসির জোড়া গোলে ম্যাচ শেষে বার্সা জয়লাভ করে ৬-১ ব্যবধানে। ক্লাবে এ বছর মোট গোলের সংখ্যা ১২১। এখানে মেসি ৪৩, সুয়ারেজ ৩৯ ও নেইমার ৩৯ গোল করেন। আহত হওয়ার পর সুস্থ হয়ে রাজকীয় প্রত্যাবর্তন হওয়ায় মেসির ভক্তরাও টনক নাড়ছেন ফুটবল বিশ্বের। ভাস্যুয়াল ভূবনে বেড়ে গেছে মেসির জনপ্রিয়তা। ভক্তরা আবেগের বহিঃপ্রকাশ করেছেন মেসিকে নিয়ে। মেসিকে নিয়ে এত আবেগ! মেসির ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট এর সাক্ষ্যবহন করে চলবে দীর্ঘদিন। প্রসঙ্গত, মেসি অহতবস্থা কাটিয়ে মাঠেই ফিরেই বাজিমাত দেখান। এ কারণে সবার আগ্রহের পাত্রে পরিণত হন তিনি। আট কোটির উপরে থাকা মেসির অফিসিয়াল ভক্তরা তাকে আরো জনপ্রিয় করে তুলছে প্রচার কাজটি চালিয়ে। মেসির ভক্তের সংখ্যা রেকর্ড সংখ্যেকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই যাত্রা কোথায় গিয়ে থাকবে সেটি এখন অজানাই! ২৬ নভেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে