বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:৪৫:১৯

যে কারণে হাওয়ায় উড়ে বাংলাদেশ থেকে লন্ডন গেল পাক-ভারত সিরিজ

যে কারণে হাওয়ায় উড়ে বাংলাদেশ থেকে লন্ডন গেল পাক-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন থেকে কত কথা হয় এই সিরিজ নিয়ে। এবার হাওয়ায় উড়ে যাওয়ায় নাকি লন্ডনে অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াই। বাংলাদেশে এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে এর আগে জানানো হয়। কিন্তু নাটকীয়তার কোনো শেষ রইল না। বাংলাদেশ থেকে লন্ডন গেল পাক-ভারত সিরিজ। সরকারি ঘোষণা না হলেও দুবাইতে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানের বৈঠকে এমনটাই ঠিক হয়েছে বলে জানা গিয়েছে৷ এছাড়াও জানা গিয়েছে এর মধ্যেই পিসিবি চেয়ারম্যান শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সরকারের অনুমতি নেওয়ার কাজও সম্পূর্ণ করে ফেলেছেন৷ ২০০৭ সালের পর ভারত-পাক টেস্ট সিরিজ আর হয়নি৷ তাই ভারতীয় বোর্ড চাইছে শ্রীলঙ্কায় খেলার পর ২০১৬ -তেই নিরপেক্ষ জায়গায় দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ খেলতে৷ সেক্ষেত্রে ইংল্যান্ডকে বাছার অন্যতম প্রধান কারণ ওখানে পাকিস্তান ও ভারতের ক্রিকেট দলের বিপুল জন সমর্থন৷ এবং যার থেকে উভয় দেশের ক্রিকেট সংস্থাই ওই সিরিজ থেকে মুনাফা করতে পারে৷ তবে এখনই মনোহর বা শাহরিয়র খানের মধ্যে কেউই সরকারি ঘোষণা করতে চাইছেন না৷ তাদের মতে মিডিয়ার সামনে কথা বলার জন্যই দু’দেশের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে৷ তাই তাঁরা চাইছেন সমস্ত সরকারি কাজ মেটানোর পরই সফরসূচি ঘোষণা করতে৷-কলকাতা ২৬ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে