বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:০৩:০৫

সুর পাল্টিয়ে ভারত সিরিজ নিয়ে যা বললেন আফ্রিদি

সুর পাল্টিয়ে ভারত সিরিজ নিয়ে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: সেই ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার কোন পূর্ণাঙ্গ সিরিজ হয়নি। তাই বহুদিন ধরে ভারত-পাকিস্তান ক্রিকেট ভক্তরা দেখছে না দু’দেশের ক্রিকেটীয় লড়াই। ক্রিকেট ভক্তদের মত পাকিস্তানি ক্রিকেটাররাও চান চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের খেলাটা আবারো হোক। গত কয়েকদিন আগে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে পিসিবিকে বাড়াবাড়ি না করতে বললেও এবার সুর পাল্টালেন আফ্রিদি। যে কোন মূল্যে, যেভাবেই হোক ভারতে বিপক্ষে সিরিজ খেলতে চান পাকিস্তান টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক । এজন্য তিনি ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বন্ধের আহবান জানিয়েছেন। তার মতে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক খুবেই গুরুত্বপূর্ণ। আগামী মাসে শ্রীলঙ্কায় প্রতিবেশী দেশ দুটির সিরিজ হওয়ার প্রসঙ্গে আফ্রিদির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি মনে করি ভারত-পাকিস্তানের সিরিজটি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ দু’দেশের খেলায় দারুণ প্রতিযোগিতা গড়ে ওঠে। যেভাবেই হোক বা যেখানেই হোক সিরিজটি হওয়া উচিত।’ গত রোববার দু’দেশের ক্রিকেট বোর্ড দুবাইয়ে এক সভায় মিলিত হয়। যেখানে চলতি বছরের ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে সম্মতি দেখায়। তবে এ ক্ষেত্রে দু’দেশের সরকারের কাছ থেকে অনুমতির জন্য অপেক্ষা করছে তারা। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের সাথে কোন প্রকার ক্রিকেট খেলবে না বলে ঘোষণা দিয়েছিল ভারত। যদিও ২০১৪ সালে দু’দেশের মধ্যে একটি ব্যাপারে একমত হয় যে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দু’দেশ ছয়টি সিরিজ খেলবে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজগুলো এখন হুমকির মুখে। ২৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে