বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:২৭:১৭

অপমান ইস্যুতে তামিমের জন্য রাজপথে নেমে যা বললেন ভক্ত-অনুরাগীরা

অপমান ইস্যুতে তামিমের জন্য রাজপথে নেমে  যা বললেন ভক্ত-অনুরাগীরা

স্পোর্টস ডেস্ক : আলোচিত ঘটনাটি কিছুই গণ্ডির মধ্যে থাকছে না। রাজপথে গড়াল তামিমকে অপমান করার প্রসঙ্গ! চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ২৩ নভেম্বর চরম অসদাচরণ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ চরমে। ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে আসে তামিম ইকবালের ভক্ত-অনুরাগীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)সিলেট সুপারস্টার্সের মালিক আজিজুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে চট্টগ্রামে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ঘোষণা দিয়েছেন তারা। এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার বিকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। তারা বলেন, তামিমের জন্মস্থান চট্টগ্রাম। এখানকার ক্রীড়াসংগঠক, নবীন-প্রবীণ খেলোয়াড়, ক্রিকেটপ্রেমী তথা চট্টগ্রামবাসী এখন তামিমের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে ফুঁসে উঠছেন। ক্রিকেটার তামিম ইকবালের বাবা-মাকে গালি দেওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এটি ক্রিকেট বোর্ড ও দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। ২৯ নভেম্বরের মধ্যে আজিজুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না নিলে ৩০ নভেম্বর থেকে তাকে চট্টগ্রামের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরসহ অনেকেই উপস্থিত থাকেন। সমাবেশ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের। ওই ঘটনাটির ব্যাখ্যা দিয়ে তামিম বলেছিলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়কে সম্মান দেখানো উচিত। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, তার মানে এই নয়, একজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে ভিখিরির মতো আচরণ করবেন! আমরা এখানে এসেছি খেলতে। বাবা-মায়ের নামে গালি শুনতে আসিনি। তাঁকে বিনয়ের সঙ্গে বারবার স্যার বলে সম্বোধন করেছি। আমি বসে ছিলাম। আমাকে উঠে দাঁড়াতে বললেন। তা-ই করলাম। তিনি আমার পরিবারকে টেনে বাজে মন্তব্য করলেন। যা খুবই অপমানজনক।’ প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আশ্বাস দিয়েছেন তদন্ত শেষে ঘটনাটির শুষ্ঠু বিচার করার। ২৬ নভেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে