বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১১:৪০:৩৭

দ. আফ্রিকার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লো ভারত

দ. আফ্রিকার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লো সফরকারী দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের স্পিন জাদুতে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ফলে টেস্ট দলগুলোর মধ্যে লংগার ভার্সনে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জা পেতে হলো প্রোটিয়াদের। রবিরবিচন্দ্রন অশ্বির ৫ উইকেটের পর অপর দুই স্পিনার রবিন্দ্র জাদেজা ও অমিত মিশ্র ২টি করে মোট ৪ উইকেট শিকার করলে হাশিম আমলার নেতৃত্বাধীন দলটি লজ্জায় পড়ে। অবশ্য এর আগে ২০০৬ সালে নিজ মাঠে ভারতের বিপক্ষে একবার ৮৪ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ম্যাচের শেষ তিন দিনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও ২৭৮ রান। ওপেনার স্টুয়ান ভ্যাণ জিল ৩ ও নাইট ওয়াচম্যানের ব্যাট হাতে ইমরান তাহির উইকেট দেন ব্যক্তিগত ৮ রানে। দ্বিতীয় ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির । এতে ১৭৩ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তবে প্রোটিয়াদের জয়ের টার্গেটটা আপাতত দূরেরই দেখাচ্ছে। শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ৩১০ রানের। তবে টেস্ট ক্রিকেটে ১১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় লজ্জায় পড়লো দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা। যা তাদের টেস্টে ১২তম সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার ঘটনা। ২৬ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে