বুধবার, ১৬ মে, ২০১৮, ১০:১১:৩৯

বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান কে, গ্রিনিজ জানতে চাইলে হাত তোলেন তামিম ইকবাল

বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান কে, গ্রিনিজ জানতে চাইলে হাত তোলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এক গুরত্বপূর্ন ব্যাক্তি বলা চলে গ্রিনিজকে। বাংলাদেশ দলকে প্রথম চ্যাম্পিয়নস ট্রফি জেতান তিনি। তার অধীনেই বাংলাদেশ দল হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তবনাকে। সেই গ্রিনিজেই বাংলাদেশে আসেন নিজের এক ব্যাক্তিগত কাজে। ব্যাক্তিগত কাজে এসে গ্রিনিজ দিয়ে গেলেন মাশরাফিদের কিছু মূল্যবান বক্তব্য।

বিসিবির একাডেমি মাঠে দাঁড়িয়ে ক্রিকেটারদের কাছে ডেকে অনেক কথাই বলেছেন গ্রিনিজ। বিশেষভাবে বলেছেন ম্যাচের সময় খুব বেশি মনযোগী থাকতে। কিংবদন্তি ব্যাটসম্যানের কথা মনোযোগ দিয়ে শুনেছেন আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।

গ্রিনিজ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান। ম্যাচে সাফল্যের পেছনে ওপেনারের বড় ভূমিকার কথা বললেন। বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান কে, গ্রিনিজ জানতে চাইলে হাত তোলেন তামিম ইকবাল। গ্রিনিজ বোঝান, একটা ম্যাচে ভালো করতে হলে ওপেনিংয়ে ভালো করাটা অনেক জরুরী। এটিই ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে।

ক্রিকেটারদের প্রতি শুভকামনা জানিয়ে গ্রিনিজ বলেন, ‘কঠোর পরিশ্রম করে যাও, ফল মিলবেই। আশা করি তোমরা সফল হবে এবং বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাবে।’

উল্লেখ্য ৫ দিনের সফরে বাংলাদেশে এসে গ্রিনিজ কাজ করছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে