শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৫:৩৭:২২

অবশেষে ভারত–পাকিস্তান সিরিজ

অবশেষে ভারত–পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক : অবশেষে গলল বরফ। দীর্ঘ আলাপ–আলোচনা, কথা, বিতর্ক এ সবকে আপাতত দূরে সরিয়ে রেখে ডিসেম্বরেই হচ্ছে প্রস্তাবিত ভারত–পাকিস্তান সিরিজ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজের। দুই দেশের বোর্ডের তরফেই সবুজ সঙ্কেত মিলেছে। এমনকি, পাকিস্তান সরকারও এই সিরিজ এগিয়ে নিয়ে যাওয়ার ব‍্যাপারে ছাড়পত্র দিয়ে দিয়েছে। এখন অপেক্ষা ভারত সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রনালয় ছাড়পত্র দিলেই প্রস্তাবিত সিরিজ শুরু করা হবে। বৃহস্পতিবার আই পি এল চেয়ারম‍্যান রাজীব শুক্লা জানিয়ে দেন, ১৫ ডিসেম্বর থেকে প্রস্তাবিত সিরিজ শুরু হবে বলে আপাতত ঠিক হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলা এই সিরিজে ৩ একদিনের ম‍্যাচ এবং ২টি টি ২০ ম‍্যাচ খেলা হবে। শেষবার যখন ২০১২–’১৩ সফরে ভারতে এসেছিল পাকিস্তান তখনও এই সূচিই বহাল ছিল তাদের জন্য। শুক্লা এদিন বলেন, ‘আমি আশাবাদী যে সরকারের তরফে কোনও বাধা আসবে না। দুই বোর্ডের তরফেই শ্রীলঙ্কায় খেলার ব‍্যাপারে অনুমতি পাওয়া গেছে। দু’দেশের ক্রিকেটকে চালু করতে আমরা মরিয়া।’ কিছুদিন আগেই অনুরাগ ঠাকুর বলছিলেন, যতদিন না দুই সরকারের মধ্যে মিটমাট হচ্ছে, ততদিন পর্যন্ত সিরিজ চালু করা যাবে না। এখনও বিভিন্ন মহল থেকে এই সিরিজের বিরোধিতা কানে আসছে। কিন্তু ক্রিকেটকে যাতে রাজনীতির বাইরে রাখা হয়, তার জন্য এদিন আবেদন করেছেন শুক্লা। তার মন্তব‍্য, ‘প্রথম দিন থেকে আমি বলে আসছি, ক্রিকেটকে রাজনীতির বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়। এমনকি (অটলবিহারী) বাজপেয়ী সরকারের সময়েও ক্রিকেট সিরিজ পুনরারম্ভ করা হয়েছিল। আমরা পাকিস্তানে দল পাঠিয়েছিলাম। এবং এখনও ব‍্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের পাকিস্তানে গিয়ে খেলা উচিত।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুমতি দেওয়ার পর এদিন সরকারের ভারতের তরফেও অনুমতি চলে আসে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মাল্টা উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দু’দেশের সিরিজ অনুষ্ঠিত করার ব‍্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়ে গেছেন। সংবাদ সংস্থার এক সূত্র এদিন জানাচ্ছেন, ‘পি সি বি চেয়ারম‍্যান শাহরিয়ার খানের চিঠির উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের অবশ্যই এই সিরিজ খেলা উচিত। সিরিজ নিয়ে কোনওদিনই আমাদের আপত্তি ছিল না। শুধু নিরাপত্তার ব‍্যাপারটা আমরা খতিয়ে দেখছিলাম।’ নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে চাইছে না কোনও দল। আবার ভারতেও যে পাকিস্তান নিরাপত্তা পাবে তার কোনও নিশ্চয়তা নেই। তাই শ্রীলঙ্কাই সিরিজ অনুষ্ঠিত করার ব‍্যাপারে সেরা বলে জানিয়েছেন‍ শরিফ। তবে রাতের দিকে শাহরিয়ার পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার হাতে সিরিজ এগিয়ে নিয়ে যাওয়া সংক্রান্ত কোনও লিখিত তথ্য এসে পৌঁছয়নি। সরকারের তরফে সিরিজ খেলার সিদ্ধান্তকে কুর্নিশ করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। তারর মতে, কোথায় খেলা হচ্ছে তা নিয়ে না ভেবে বরং সিরিজের দিকে মন দেওয়া উচিত পাকিস্তানের। ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হল দু’দেশের সিরিজটা। এতে কোনও সন্দেহ নেই যে সিরিজটা হলে পি সি বি আর্থিকভাবে লাভবান হবে। তাই সিরিজটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’ পাকিস্তান অলরাউন্ডার আফ্রিদির মতে, ‘দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক চালু হওয়াটাই জরুরি। এতে দু’দেশেরই সম্পর্ক ভাল হবে।’ ২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে