শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৯:১৫:০১

নববধূর মতো নতুনরূপে গোলাপি বলে দিবা-রাত্রি টেস্ট শুরু আজ

নববধূর মতো নতুনরূপে গোলাপি বলে দিবা-রাত্রি টেস্ট শুরু আজ

স্পোর্টস ডেস্ক : খানিকটা পেছনে ফিরে যেতে হয়। ২০০৯ সালে এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে। বড় পরিসরের খেলাটিকে বাঁচিয়ে রাখতে দিন-রাতের টেস্ট ক্রিকেট শুরু করার পরামর্শ দেয় কমিটি। ছয় বছর পর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। গোলাপি বলে টেস্ট ক্রিকেট তার ১৩৮ বছরের সুদীর্ঘ ইতিহাসে লাজরাঙা নববধূর মতো নতুনরূপে আজ অবগুণ্ঠনমুক্ত হবে। ক্রিকেটের অন্যতম পুরনো ভেন্যু অ্যাডিলেড ওভালে ইতিহাস বিনির্মাণে প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য সুখবর, আগামী বছর দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব পেতে পারে তারা নিউজিল্যান্ডের কাছ থেকে। আগামী বছরের ডিসেম্বরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি ২০ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সেই সিরিজে একটি টেস্ট ডে-নাইট করার কথা ভাবছে নিউজিল্যান্ড ক্রিকেট। পৃথিবী বদলে গেছে। ক্রিকেটও বদলে যাচ্ছে। ১৩৮ বছরে এই প্রথম টেস্ট ম্যাচ লাল বলে খেলা হচ্ছে না। ১৩৮ বছরে এই প্রথম টেস্ট ম্যাচ খেলা হচ্ছে রাতে। সন্দেহাতীতভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি লেখা থাকবে লাল হরফে। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ সময়ের বাধ্যবাধকতা মানেনি। চার বলের ওভার এবং খেলা হয়েছিল লাল বলে। ২১৮৮তম টেস্ট ম্যাচ পাঁচদিনের, ছয় বলের ওভার এবং খেলা হবে গোলাপি বলে। প্রশ্ন হল, গোলাপি বল কেমন আচরণ করবে? সুইং করবে? কতক্ষণ? সিম ধরবে? দ্রুত ফ্যাকাশে হয়ে যবে রং? নৈশালোকে খেলোয়াড়রা বলটা ঠিকঠাকমতো দেখতে পাবেন তো? দর্শকরা? এমনিতরো অগুনতি প্রশ্ন নিয়ে আজ শুরু হচ্ছে ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ। এরই মধ্যে গোলাপি বলে খেলার মহড়া হয়েছে শেফিল্ড শিল্ডে। ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট যে, গোলাপি বল টেস্ট ম্যাচ খেলার উপযোগী। কেন এই বিবর্তন? সময়ের প্রয়োজন। দর্শকদের কথা ভেবেই এই পরিবর্তন। কাজ শেষে ঘরে ফেরা ক্রিকেটভক্তরা যাতে টিভিতে খেলাটা দেখতে পারেন, সেজন্যই নৈশালোকে টেস্ট ম্যাচের আয়োজন। ফ্লাডলাইটে খেলা দেখার সুযোগ পাবেন তারা কর্মব্যস্ততার দিনশেষে। কিন্তু এই বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কাজটা করতে হবে খেলোয়াড়দের। বলের আচরণ এবং দৃষ্টিগোচর হওয়াটাই আসল। নিউজিল্যান্ডের জন্য কাজটা দুরূহ। দুই ম্যাচ শেষে ট্রান্স-তাসমান ট্রফি পুনরুদ্ধারের কাজ অনেকটাই অস্ট্রেলিয়া গুছিয়ে নিয়েছে সিরিজে ১-০তে এগিয়ে গিয়ে। নিউজিল্যান্ড যদি অ্যাডিলেডে জিততে পারে, তাহলে অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয় সিরিজ ড্র করবে। ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে