শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১০:১৬:৪২

সাকিব আল হাসানকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বিসিবি

সাকিব আল হাসানকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : আর একটি দুঃখজনক খবর শুনতে হলো টাইগারভক্তদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ টাইগার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে বিপিএল খেলছেন তিনি। আসরের ৫ম দিনে রংপুর খেলতে নামে সিলেট দলের বিপক্ষে। ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার ও তর্কে জড়িয়ে পড়েন সাকিব। এই ঘটনার জন্য শাস্তি দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। এক ম্যাচ নিষিদ্ধসহ জরিমানা করা হয়েছে তাকে। বিসিবির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে। শুক্রবার মাঠে নামতে পারবেন না সাকিব আল হাসান। এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে রংপুরের। সেদিনের বিতর্কিত ঘটনার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। তবে এর পরের ম্যাচগুলোকে খেলতে পারবেন সাকিব আল হাসান। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে