শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১২:২০:১৪

স্মিথ-ম্যাককালামদের ভয়, মাঠে নেমেছে অসিদের সেই অদৃশ্য শক্তি!

স্মিথ-ম্যাককালামদের ভয়, মাঠে নেমেছে অসিদের সেই অদৃশ্য শক্তি!

স্পোর্টস ডেস্ক : ব্রান্ডন ম্যাককালাম ফিরেছেন অসিদের বিপক্ষে টেস্ট দলে। দুই দেশের তৃতীয় টেস্টের দিনে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার সেই অদৃশ্য শক্তি! শরীর সিউরে উঠছে অসি ক্রিকেটারদের। আতকে ওঠার মত স্মৃতির ফের সাক্ষী দুই দেশের ক্রিকেটাররা। ভয়ঙ্কর ঘটনার ভয়টা স্মিথ-ম্যাককালামদের তাড়া করছে! এই দিনে কেঁদেছিল গোটা ক্রিকেটবিশ্ব। শুক্রবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট লড়াইয়ের অদৃশ্য শক্তি হলেন সেই ফিলিপ হিউজ। শন অ্যাবটের বলে মাথায় আঘাত পেয়ে পৃথিবী ছেড়ে যান সেই উদীয়মান রিকি পন্টিং খ্যাত হিউজ। শেষ ম্যাচে ৬৩ রান করেছিলেন হিউজ। কাকতালীয়ভাবে মিলে যায় ঘটনা। গোলাপি বলের মাধ্যমে দিবা-রাত্রির টেস্ট শুরু হয় এদিন। হিউজের মৃত্যু এদিক থেকেও ইতিহাস হতে যাচ্ছে। অসি ক্রিকেটারদের ধমনীতে হিউজের স্মৃতি। এই স্মৃতি নিয়েই খেলছেন তারা। এই টেস্টটি তাই উৎসর্গিত হয়েছে হিউজ-স্মরণে। অসি ক্রিকেটার রজার্স গোলাপি বলের কারণে হেলমেট ব্যবহারের উপর আরো গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, রাতে গোলাপি বল বেশি সুইং করে। তাই হিউজের স্মৃতিতে এ বিষয়ে আরো সতর্ক হতে হবে সবাইকে। হিউজের ক্রিকেট-গুরু নিল ডি কস্তা কাতর হন হিউজ স্বরণে। হেলমেটকে বাধ্যতামূলক করার কথা বলেন তিনি। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে