শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১২:৫৫:২০

বিপিএল খেলতে আসার আগে লজ্জা পেলেন পাকিস্তানের ৩ তারকা

বিপিএল খেলতে আসার আগে লজ্জা পেলেন পাকিস্তানের ৩ তারকা

স্পোটর্স ডেস্ক : পাকিস্তাসের বেশ কয়েকজন গ্রেট ক্রিকেটার এখনো বিপিএল খেলতে আসেননি। বিপিএল খেলতে আসার জন্য চিন্তায় তারা। কিন্তু ঢাকায় পা রাখার কয়েকদিন আগেই লজ্জায় লাল হয়েছে পাকিস্তানের ৩ গ্রেট ক্রিকেটার। পাকিস্তানের টি-টোয়েন্টি টিমের অধিনায়ক শহীদ খান আফ্রিদিও রয়েছেন এই তালিকায়। পাকিস্তান হঠাৎ করেই অধঃপতনে নেমেছে। ইংল্যান্ডের কাছে ওয়ানডেতে ধরাশায়ী হয়েছে তারা। টি-টোয়েন্টিতেও করুণ চিত্র তাদের। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই উড়ে যায় পাকিস্তান। বিপিএল খেলতে আসার জন্য মুখিয়ে আছেন শহীদ আফ্রিদি, ওমর আকমল, ইমাদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজসহ অনেকেই। আফ্রিদি সিলেট, আকমল চট্টগ্রাম, ইমাদ বরিশাল ও রিয়াজ রংপুরের হয়ে খেলবেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন আফ্রিদি, রিয়াজ ও ওমর আকমল। দলের পরাজয়ের সঙ্গী তাদের পারফর্মও। আফ্রিদি শূণ্য রানে আউট হন। বল হাতে উইকেট নেই কিন্তু রানের বন্যা বসিয়ে দেন। এই আফ্রিদিকে চড়া মূল্য দিয়ে দলে নিয়েছে সিলেট। ওমর আকমল ছন্দে নেই। এই ব্যাটসম্যান ১৯ রানে বিদায় নেন। ওয়াহাব রিয়াজ ব্যাট হাতে ব্যর্থ হন। বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পান একটি উইকেট। ইমাদ আহত হওয়ার কারণে মাঠের বাইরে ছিলেন। যাইহোক, পাকিস্তান ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাকিস্তানের ভাগ্য ফেরান ইয়াসির। টেস্টে সচল ইয়াসির টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অচল। তাবে দলের বাইরে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনি এখন বিপিএল আসরে খেলছেন। বাকি দুই ম্যাচের জন্য হয়তো নতুন কাউকে খুঁজছে। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে