শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০১:২৬:৫৫

আজ হারলেই ২০১৫ বিপিএল থেকে চিরবিদায় নেবে যে টিম

আজ হারলেই ২০১৫ বিপিএল থেকে চিরবিদায় নেবে যে টিম

স্পোর্টস ডেস্ক : এ ক্ষেত্রে বলা হয়ে থাকে ষোল কলা পূর্ণ হলো। তবে একটু দেখার অপেক্ষা থাকলেও বলা যায় ষোল কলা পূর্ণ হতে আর বাকি নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া একটি দলের। ২০১৫ বিপিএলে বিতর্ক সৃষ্টি করেন আজিমুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায়ই লজ্জায় ম্লান হওয়ার খবর উড়ে যেতে পারে তার কাছে। ৩ টি ম্যাচে অংশ নিয়েও এখনো ঝুলিতে নেই একটি পয়েন্ট। শুক্রবার এই দলের বিপক্ষে মাঠে নামবে সাঙ্কাকারার দল। দুর্ভাগ্য মুশফিকুর রহিমের জন্য। সিলেট সুপার স্টার্সের অধিনায়ক তিনি। এখন পর্যন্ত সবচেয়ে বাজে ক্রিকেট খেলেছে সিলেট। অন্যদিকে একজন ক্রিকেটারের সাথে দুর্বব্যবহার করার লজ্জাও বিপিএলে যোগ করেছে এই দলের মালিক। শুক্রবারের ম্যাচে ঢাকা ডিনামাইটসের কাছে হেরে গেলেই ২০১৫ বিপিএল আসর থেকে সিলেটের ছিটকে যাওয়া নিশ্চিত হবে। মুস্তাফিজ সমৃদ্ধ ঢাকার বিপক্ষে সন্ধ্যা পোনে সাতটায় মাঠে নামবে সিলেট সুপার স্টারস ও ঢাকা ডিনামাইটস। ২০১৫ বিপিএল আসরের লড়াইয়ে টিকে থাকার এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মুশফিকদের সামনে। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে