সোমবার, ২১ মে, ২০১৮, ০২:২৩:৪১

এখন যেভাবে ফাইনালে যাবে দুই দল

 এখন যেভাবে ফাইনালে যাবে দুই দল

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর খেলা। মোট ৭টি দল ৫৬ ম্যাচ খেলেছে এর মধ্যে ৪টি দল নিজের প্লে-অফ নিশ্চিত করতে পেরেছে। পরবর্তীতে এ চার দল থেকে দুটি দল ফাইনাল খেলতে পারবে। আগামী রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়াই করবে শিরোপা জয়ের জন্য।

প্লে-নিশ্চিত করা দলের মধ্যে সবার প্রথম সাকিব আল হাসানের হাদ্রাবাদ ৯ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শেষ চারে প্রবেশ করে। তারপরই ধোনির চেন্নাই ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ১৬ পয়েন্ট পাওয়া কোলকাতা ও পয়েন্ট দিক থেকে এগিয়ে বাকি ৪টি দলকে পিছনে ফেলে চতুর্থ দল হিসেবে নিজেদের জায়গা করে নেয় রাজস্থান রয়েলস।

প্লে-অফের মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে হায়দ্রাবাদ ও চেন্নাই। আর দ্বিতীয় ম্যাচ খেলতে বুধবার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে রাজস্থান ও কলকাতা। আইপিএলের নিয়ম অনুসারে শীর্ষ দুই দলের খেলা প্রথম কোয়ালিফায়ার জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল ইলিমিনেটর রাউন্ডের জয়ী দলের সাথে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সেটি অনুষ্ঠিত হবে শুক্রবার, কলকাতায়। এই ম্যাচের জয়ী দলই হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে