সোমবার, ২১ মে, ২০১৮, ০২:৫৩:২৫

হতাশায় বিদায় নিলো গেইল-প্রীতির পাঞ্জাব

হতাশায় বিদায় নিলো গেইল-প্রীতির পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: দিনের প্রথম ম্যাচে মুম্বাই হেরে রাস্তাটা সহজ করে দিয়েছিলো রাজস্থানের জন্য। কিন্তু ক্ষীন আশা জ্বলেছিল পাঞ্জাবের পক্ষে। আজকের ম্যাচে যদি পাঞ্জাব চেন্নাইয়ের বিপক্ষে জিততো তাহলে পাঞ্জাব এবং রাজস্থান উভয় দলের পয়েন্ট থাকতো সমান।কিন্তু নেট রান রেটের দিক দিয়ে পাঞ্জাবের চেয়েও এগিয়ে রাজস্থান।

যেখানে রাজস্থানের রানরেট -০.২৫০ সেখানে পাঞ্জাবের রানরেট -০.৪৯০। হতাশায় বিদায় নিলো গেইল-প্রীতির পাঞ্জাব।
অর্থাৎ আজকজের ম্যাচে পাঞ্জাবকে জিততে হবে তাও বড় ব্যবধানে। সমীকরন্টি ছিলো ঠিক এমন। পরে ব্যাট করলেও পাঞ্জাবকে চেজ করতে হবে ১৩.৪ অভারে।

আগে ব্যাট করলেও চেন্নাইকে হারাতে হবে ৫৩ রানে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৫ অভার শেষে ১২৭ রানে ৫ উইকেট। যেখানে জয়ের জন্য তাদের দরকার আর ২৬ রান। তাই ৫৩ রান বা তার বেশি ব্যবধানে না জিততে পারায় ম্যাচের মাঝখানেই টুর্নামেন্ত থেকে বিদায় নিতে হলো পাঞ্জাবকে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে