শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৪:০০:৩৩

বিধ্বস্ত হয়ে বরিশালকেও লজ্জা দিয়েছে রংপুর!

বিধ্বস্ত হয়ে বরিশালকেও লজ্জা দিয়েছে রংপুর!

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান নেই ম্যাচে। সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিসবাহ উল হক। মিসবাহর নেতৃত্বে রংপুর রাইডার্স ছুটটে থাকে সেদিনের টিম বরিশালের দিকেই। মাশরাফির দুই সেরা হাতিয়ার জ্বলে ওঠেন এদিন। সুনীল নারিন ভালো বল করেন। নুয়ান কুলারসাকারা ধস নামান রংপুরের ব্যাটিং লাইনে। দলীয় সর্বোচ্চ রান ছিল ২৮। মিথুন করেন এই রান। এর পরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে সজীবের ব্যাটে। এছাড়া দুইয়ের অংকে যেতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ৮২ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। এর আগে বরিশাল এই মাশরাফিদের আক্রমণে ৮৯ রানে গুটিয়ে যায়। এর মাশরাফিদের আক্রমণে বিধ্বস্ত রংপুর যেন লজ্জা দিয়েছে বরিশাল বুলসকে! শুক্রবার বিকালে মিরপুর স্টেডিয়ামে কুলারসাকেরা ৪টি, হায়দার ২টি, নারিন ১টি ও জায়েদিও ১টি উইকেট শিকার করেন। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে