শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৪:৩৪:৪৯

এক ভারতীয় বোলারের ঘূর্ণিতে চুরমার আমলাদের সব স্বপ্ন

এক ভারতীয় বোলারের ঘূর্ণিতে চুরমার আমলাদের সব স্বপ্ন

স্পোর্টস ডেস্ক : টেস্টে শক্তি দেখালো ভারত। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে পাত্ত্বাই দেননি ভারতীয় ক্রিকেটাররা। দাপটের সাথে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এক ভারতীয় বোলারের ঘূর্ণিতে চুরমার আমলাদের সব স্বপ্ন, উড়ছে টিম ইন্ডিয়া চার ম্যাচের টেস্ট সিরিজে দুটি টেস্টে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। প্রথম টেস্টে জয় পায় ভারত। দুই দেশের দ্বিতীয় টেস্টটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। কিন্ত অশ্বিনের ঘূর্ণিতেই চুরমার হয়ে যায় দক্ষিণ আফ্রিকার সব স্বপ্ন। অশ্বিন বারুদ্ধে সাতটি উইকেটের পতন হয় আফ্রিকার। শেষ ইনিংসে অন্য ৩টি উইকেট শিকার করেন মিশ্র। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল ৩১০ রান। এই রান তাড়া করতে গিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আমলা ও ডু-প্লেসিস উইকেটে মাটি কামড়ে থেকে জয় ছিনিয়ে আনার একটি প্রনান্তকর চেষ্টা চালান। দুই জনেই করেন ৩৯ রান। মিশ্র আঘাত হেনে ভেঙ্গে দেন এই দুটি উইকেট। এখানেই চুরমার হয় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের স্বপ্ন। শেষ ইনিংসে ৭ উইকেট নেয়া অশ্বিন বিষেই কাত আমলারা, আর সিরিজ জিতে এখন উড়ছে টিম ইন্ডিয়া। ভারত প্রথম ইনিংসে ২১৫ ও দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭৯ ও দ্বিতীয় ইনিংসে করে ১৮৫ রান। আর যোজন-বিয়োজনে অংক দাঁড়ায় ১২৪ রানে জয়ী ভারত। ভারত টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াউট ওয়াশ করার চেষ্টা করবে। ২৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে