সোমবার, ১১ জুন, ২০১৮, ১০:২২:২৩

১৮ তারিখ প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে, দেখে নিন পরবর্তী ম্যাচগুলোর সময় সূচি

১৮ তারিখ প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে, দেখে নিন পরবর্তী ম্যাচগুলোর সময় সূচি

স্পোর্টস ডেস্ক: অবশেষে আগামী মাস থেকে ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুধু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ই নয় এ সময় ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ এ’ দলকে।

আগামী ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এ সময় দেশের মাটিতে শ্রীলঙ্কায় দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে আগস্টে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এরপরই এশিয়া কাপের জন্য ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। আগামী ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুনামেন্ট এশিয়া কাপ।

এই টুর্নামেন্টের প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।

মোট ছয়টি দলের অংশগ্রহণে এই টুর্ণামেন্টে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। প্রথম রাউন্ডের থেকে চারটি দল খেলবে সুপার ফোর রাউন্ডে।

দেখে নিন এশিয়া কাপের প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচি

গ্রুপ পর্ব

১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার।
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম কোয়ালিফায়ার।
২০ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান, ভারত বনাম পাকিস্তান।

সুপার ফোর রাউন্ড :
২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।

২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
৩০ সেপ্টেম্বর : ফাইনাল।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে