রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১২:৫০:২১

পাক-ভারত সিরিজ নিয়ে ফের চরম জটিলতা

পাক-ভারত সিরিজ নিয়ে ফের চরম জটিলতা

স্পোর্টস ডেস্ক : খু‍লতে খুলতেও খুলছে না জট। বরং শনিবারের পর সেই জট বেড়ে গেল আরও! ভারত–পাকিস্তান সিরিজ নিয়ে তৈরি হল চরম জটিলতা। শ্রীলঙ্কায় আগামী ডিসেম্বরেই নাকি হবে ভারত–পাকিস্তান সিরিজ, এরকমটা সবাই ধরেই নিয়েছিলেন। রাজি দুই দেশের ক্রিকেট বোর্ডই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের ক্রিকেট বোর্ডকে সবুজ সঙ্কেত দিয়েও দিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার জন‍্য। অপেক্ষা ছিল ভারত সরকারের অনুমতির। কিন্তু বাদ সেধেছে সেখানেই। সূত্রের খবর, ভারত সরকার এখনই অনুমতি দেওয়ার রাস্তায় হাঁটতে চাইছে না। বিসিসিআই যা চাইছে, তার সঙ্গে সহমত নয় ভারতের কেন্দ্রীয় সরকার। বরং তাদের বক্তব্য, পাকিস্তান এখনও সীমান্তে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত জুগিয়ে যাচ্ছে। গত সপ্তাহেও সীমান্ত পেরিয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান জঙ্গিরা। বেছে বেছে আক্রমণের নিশানা করা হচ্ছে সাধারণ ভারতীয় নাগরিকদের। এই অবস্থায় তাদের সঙ্গে খেলার কোনও মানেই হয় না। তাই ভারত সরকার অনুমতি না দিলে ভারত–পাকিস্তান সিরিজ শুরুর প্রক্রিয়া জোরদার ধাক্কা খাবে। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে