রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০২:৪২:৩৪

বাঘের আঁতুড়ঘরে দু’দেশের ক্রিকেটাররা

বাঘের আঁতুড়ঘরে দু’দেশের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : শহরে বিশাল বড় বড় হোর্ডিং। স্বয়ং অমিতাভ বচ্চন নেমে পড়েছেন ‘বাঘ বাঁচাতে’। ভারতের মহারাষ্ট্র সরকারের উদ্যোগে। নাগপুর থেকে ঘণ্টা দুয়েকের গাড়িতে তারোবা। ভারতের নাম করা অভয়ারণ‍্য। বাঘের যেন আঁতুড়ঘর। এটা ঘটনা, ভারতের সবচেয়ে বেশি রয়‍্যাল বেঙ্গল টাইগার দেখা যায় এই তারোবাতেই। সেখানকার জঙ্গলে বাঘ হামেশাই ঘুরে বেড়ায়। গাড়ির পাশ দিয়ে হেঁটে যায়। যেন কোনও ব‍্যাপার নয়। এমন সুযোগ হাতছাড়া করতে চাননি ভারত–দক্ষিণ অাফ্রিকার ক্রিকেটাররা। শনিবার ভোরবেলাতেই দশ জন দক্ষিণ অাফ্রিকা ক্রিকেটারের সঙ্গে ভারতের মুরলী বিজয় এবং কে এল রাহুলও গিয়েছিলেন বাঘ দেখতে তারোবায়। অনিল কুম্বলের এক স্থানীয় বন্ধু ব‍্যবস্থা করে দেন। সঙ্গে গিয়েছিলেন দক্ষিণ অাফ্রিকার সাবেক ক্রিকেটার, এখন ধারাভাষ‍্যকার শন পোলকও। না, যাননি হাসিম আমলা, এবি ডি’ভিলিয়ার্স। তিন দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় দলের মুম্বাই ও দিল্লির ক্রিকেটাররা ফিরে গেছেন নিজেদের শহরে। বাকি ক্রিকেটাররা নাগপুরেই রয়েছেন। প্রথম ও দ্বিতীয় টেস্টের পর যেমন ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট ছুটি দিয়েছিল, এবার নাগপুর টেস্টের সময় গোটা দলের ছুটি নেই। সেই কারণে ঋদ্ধিমান সাহা কলকাতায় ফিরতে পারেননি। রয়েছেন দলের বাকি সতীর্থদের সঙ্গেই। সোমবার এখান থেকেই সরাসরি দিল্লি উড়ে যাবেন। সেই একই চার্টার্ড ফ্লাইটে যাবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। রোববার দু’টো দলের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। ২৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে