বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০৬:৪৮:২৭

ভারতের উপর আঘাত হানলেন রশিদ খান

ভারতের উপর আঘাত হানলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক: ভারত ও আফগানিস্তানের মধ্যকার ঐতিহাসিক টেষ্টের আজ প্রথম দিনের খেলা চলছে। মাঝে বৃষ্টির কারনে খেলা বন্ধ ছিলো। খেলা বন্ধ হওয়ার আগে ৪৮.৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ভারত। আর এই সময়েই তারা তুলে নিয়েছে ২৬৪ রান। উইকেটি পড়ে ছিলো মাত্র একটি।

তবে বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতে একটু ছন্দ পতন ঘটে। ধাওয়ানে পর তার ওপেনিং পার্টনার মুরালিও তুলে নেন টেস্টে একটি মাইলফলক। তুলে নিয়েছেন নিজের বারতম টেস্ট সেঞ্চুরি। মুরালি ১৫৩ বল খেলে ১০৫ রান করে ওয়াফাদার বলে এলবি হয়ে ফিরে যান।

এর আগে অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৯৬ বলে ১০৭ রান করে আউট হন শিখর ধাওয়ান। ইয়ামিন আহমাদজাই বলে আউট হন শিখর। এরপর লোকেশ রাহুলও হাফ সেঞ্চুরি করে আউট হন আহমাদজাই বলেই।

কিন্তু তখনো রাশিদ কোন উইকেটের দেখা পাননি। তবে ৩১৮ রানে মাথায় ৬৭ তম ওভারে ভারতের উপর আঘাত হানেন রশিদ খান, দেখা পান উইকেটের। অধিনায়ক আজিঙ্কা রাহানে বোকা বানিয়ে তার এলবির ফাঁদে পালান। মা্ত্র ১০ রান করে বিদায় নেন রাহানে।

এরপর মজিবের বলে চেতেশ্বর পুজারা আউট হন। এরপর ক্রিজে আসেন কার্তিক কিন্তু তিনি মাত্র চার রান করে রান আউট হন।

শেষ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৮ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে