বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০৯:১১:০৫

এখনই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ, থাকছে বাংলাদেশের পতাকাও

এখনই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ, থাকছে বাংলাদেশের পতাকাও

স্পোর্টস ডেস্ক: এখনই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ, থাকছে বাংলাদেশের পতাকাও। পুরো কানায় কানায় ভারে গেছে গ্যালারি। এখনই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ ভেন্যুটি দর্শকে ভরে উঠছে কানায় কানায়। আর তাদের মধ্যে থাকছে মস্কোতে বসবাসকারী বাংলাদেশিরা।

বাংলাদেশের পারভেজ খসরু লাল-সবুজ পতাকা হাতে এখন লুঝনিকি স্টেডিয়ামের গ্যালারিতে। গ্যালারিতে প্রবেশের আগে তিনি স্টেডিয়ামের সামনে রাশিয়ান সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা দুলিয়ে, গায়ে জড়িয়ে।

পারভেজ খসরু জানিয়েছেন, মস্কোয় ৫০০ জনের মতো বাংলাদেশি আছেন। তবে রাশিয়া ও সৌদি আরবের মধ্যেকার উদ্বোধনী ম্যাচের টিকিট পাননি মস্কো প্রবাসী বেশিরভাগ বাংলাদেশি। ‘আমার জানামতে এখানে বসবাসকারী আর কোনো বাংলাদেশি উদ্বোধনী ম্যাচের টিকিট পাননি।’

পারভেজ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে মস্কোতে বিবিএ করে এখন ব্যাবসা করছেন। এছাড়া আরো আছেন নোয়াখালীর জাভেদ খসরুর ব্যবসা, শিশুদের শীতের পোষাক। তার এ পোষাকের একটি কারখানাও আছে মস্কোতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে