বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ১০:০০:১১

অল্পের জন্য বেঁচে গেলেন লজ্জাজনক রেকর্ডের হাত থেকে!

অল্পের জন্য বেঁচে গেলেন লজ্জাজনক রেকর্ডের হাত থেকে!

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির সেরা বোলারের যে টেস্টে এমন পরিণতি হবে তা কে জানতো? আজ ভারতের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্টে মাঠে নামে আফগানিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। তবে মাঝে বৃষ্টিবাধায় পড়তে হয় তাদের।

তবে খেলা বন্ধ হওয়ার আগে ৪৮.৪ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে ভারত। আর এই সময়েই তারা তুলে নিয়েছে ২৬৪ রান। উইকেটি পড়ে ছিলো মাত্র একটি। কিন্তু বৃষ্টি শেষে খেলা শুরু হলে কিছুটা ছন্দপতন ঘটে ভারতের। প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৪৭ রান করে ভারত।

অন্যদিকে টি-টোয়েন্টির সেরা বোলার রশিদ খান প্রথম দিনে দেখা পেয়েছেন মাত্র ১টি উইকেটের। সেটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ১২৩ বল এবং ১০৯ রান। আজিঙ্কা রাহানেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাদা পোষাকে প্রথম উইকেটের দেখা পান এই আফগান স্পিনার।

এরই ফলে অল্পের জন্য বেঁচে গেলেন লজ্জাজনক রেকর্ডের হাত থেকে। ২০১৫ সালের অক্টোবরে আবুধাবি টেস্টে নিজের অভিষেকে ১৬৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। তালিকায় দুইয়ে থাকা ব্রাইস ম্যাকগেইন ২০০৯ সালের ১৯ মার্চ কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

তাদের মতো সেই পথেই যাচ্ছিলেন রশিদ খান। কিন্তু উইকেটের দেখা পেয়ে যাওয়ায় সে রেকর্ডে নাম লেখাতে হয়নি রশিদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে