বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ১০:২৪:৫৩

বিশ্বকাপের খেলা দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

বিশ্বকাপের খেলা দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

স্পোর্টস ডেস্ক: আর কিছুক্ষণ পরই শুরু হবে ফুটবল বিশ্বকাপের লড়াই। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে জমজমাট উদ্বেধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের।

বিশ্বসেরা হওয়ার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বিশ্বের ৩২টি দল। ম্যাচ হবে মোট ৬৪ টি। এই ম্যাচগুলো দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে।

এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখাবে বাংলাদেশের মাছরাঙা টিভি ও নাগরিক টিভি। তাছাড়া বাংলাদেশ টেলিভিশনেও কিছু ম্যাচ সম্প্রচার করা হবে।

মাছরাঙা টিভিতে প্রতিটি ম্যাচ শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। আর খেলা শেষ হওয়ার পর হাইলাইটস তো থাকছেই।

আর নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। এর বাইরে খেলোয়াড়দের বিশ্লেষণ ও বিভিন্ন খেলার আপডেট থাকবে।

রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদো।

ফিফার ২১তম আসরের প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়া আরও যেসব চ্যানেলে খেলা দেখা যাবে
ভারত: সনি পিকচারস নেটওয়ার্ক
রাশিয়া: আইটিভি
যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১
স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো
অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস
ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস (ব্রাজিল) চ্যানেলে খেলা সম্প্রচার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে