রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:২৮:২৪

ভারতে আর্জেন্টাইন খেলোয়াড় বহনকারী বাসে হামলা

ভারতে আর্জেন্টাইন খেলোয়াড় বহনকারী বাসে হামলা

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড হকি লিগের ফাইনালের প্রথম ম্যাচ খেলে হোটেলে ফেরার পথে আর্জেন্টিনার টিম বাসে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবারের ওই ম্যাচে সফরকারী আর্জেন্টিনা স্বাগতিক ভারতকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। শুক্রবার ম্যাচ শেষে হকি খেলোয়াড়রা বাস যোগে হোটেলে ফেরার সময় আচমকাই হামলার ঘটনাটি ঘটে। ঘটনার পরই সশস্ত্র পুলিশি পাহারায় আর্জেন্টিনার জাতীয় দলকে পূর্ণ নিরাপত্তা সহকারে হোটেলে নিয়ে আসা হয়। তারপরেই আইজি নিজেই দুর্ঘটনার জায়গাটি দেখতে যান এবং ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামে ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে খেলোয়াড়দের প্রয়োজনীয় নিরাপত্তার জন্য বৈঠকও করেন। এরপর রায়পুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জিপি সিং জানান, ‘একটি বাচ্চা ছেলে রাস্তার একটি কুকুরকে মারতে গিয়ে ভুল করে আর্জেন্টিনার হকি দলের টিম বাসে ইট ছুঁড়ে মেরেছে। তবে কেউই আহত হননি। তবে আমরা নিরাপত্তার বিষয়টি দেখছি। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে