রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১০:২৬:৪৯

বিদেশের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেটটিমের নজির স্থাপন

বিদেশের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেটটিমের নজির স্থাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট টিম মেতেছে বিশ্বকাপের শিরোপা ঘরে আনার লড়াইয়ে। মাশরাফিরা আশার আলো দেখালেও বিশ্বকাপ জয়ের স্বপ্নটা শুধু স্বপ্নই রয়ে গেছে। দেশের নারী ক্রিকেট টিম গোটা বিশ্বকে চমকে দিয়ে দেশের মাটিতে শিরোপা নিয়ে আসলে হকচকিয়ে যাবেন টাইগাররাই। ২০১৬ সালের শুরুতেই শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের বিশ্বকাপের আসর। এই আসর ঘিরেই আলো দেখাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট টিমের সদস্যরা। বাছাইপর্বে বাংলাদেশ থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দাপট টাইগ্রেসদের। মূলপর্বে অংশ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেশের নারী ক্রিকেট টিমের। আর টাইগ্রেস নামের তকমা যখন তাদের গায়ে তাই সাফল্য ডানায় এই আসরে বাংলাদেশ টিম যে উড়তে থাকবে এটা ধারনা করাই যায়। টাইগ্রেসদের পারফর্ম বিবেচনায় অনাগত ভবিষ্যত নিয়ে কেবল এই ধারনা। এর আগে এবার জেনে নিন রোববার স্কটল্যান্ডের বিপক্ষে টাইগ্রেসদের দাপটের কথা। থাইল্যান্ডের ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গ্রাউন্ডে এদিন টস জিতে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় প্রতিপক্ষ টিমকে। এখানেই বাজিমাত দেখায় জাহানারারা। কম রানে অলআউট করে নজির স্থাপন করে বাংলাদেশ। ১৯ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। এখানে ব্রেসি সর্বোচ্চ ১২ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ৮ এর উপরে রান করতে পারেননি। দেশের নারী ক্রিকেটে এটি অনন্য এক নজির। বিশ্বকাপের আসরকে সামনে রেখে টাইগ্রেসদের জ্বলে ওঠা হয়তো সাফল্যর ইঙ্গিতই বটে! ২৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে