রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১০:৩৪:২৪

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা বোলারদের প্রথম কাতারে রয়েছে যে দেশ

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা বোলারদের প্রথম কাতারে রয়েছে যে দেশ

স্পোর্টস ডেস্ক: গ্লেন মেগ্ররা-শেন ওয়াটসন ও ওয়াসিম আকরামদের নাম নিশ্চয় ক্রিকেট ভক্তদের সবারই জানা। এরা ধারাবাহিকভাবে ক্রিকেট বিশ্বে বোলিং কারিশমায় আধিপত্য দেখিয়ে গেছেন। ক্রিকেটে বোলারদের যে কতটা ভূমিকা তা তারা দেখিয়ে গেছেন নিজেদের দায়িত্বশীল বোলিংয়ের দ্বারা। বোলিংয়ে এক সময় আধিপত্যে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কখনওবা শ্রীলঙ্কা। এক সময় শেন বন্ডের হাত ধরে নিউজিল্যান্ড। তবে বর্তমান ক্রিকেট বিশ্বে বোলিং আধিপত্য দেখাচ্ছে পাকিস্তানি বোলাররা। বর্তমানে দেশটির বোলারদের বোলিংয়ে আধিপত্য যে কতটা বিস্তর তা বিশ্বসেরা বোলার তালিকায় এ পলক তাকালেই বুঝা যায়। টি-টোয়েন্টিতে সেরা দশ উইকেট শিকারির তালিকায় প্রথম তিনজনই পাকিস্তানের। আফ্রিদি, আজমলের পর তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি পেসার উমর গুল। ৫৮ ম্যাচে ৮৩টি উইকেট রয়েছে তার ভান্ডারে। টি টোয়েন্টিতে সেরা পাঁচ উইকেট শিকারি ক্রিকেটার দেশ ম্যাচ উইকেট শহিদ আফ্রিদি পাকিস্তান ৮৬ ৮৬ সাঈদ আজমল পাকিস্তান ৬৪ ৮৫ উমর গুল পাকিস্তান ৮৫ ৮৩ লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৬১ ৭৪ অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা ৩৯ ৬৬। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে