রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০২:১৭:৩৬

ভারত সরকারের দিকে তাকিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড

ভারত সরকারের দিকে তাকিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোন বাধা না থাকলেও সমস্যা দেখা যাচ্ছে ভারত সরকারের অনুমতি নিয়ে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, পাকিস্তানের বিপক্ষে ‘নিরপেক্ষ ভেন্যু’ শ্রীলঙ্কায় এই সিরিজকে সায় দিচ্ছে না ভারতের মোদি সরকার। ভারত সরকার মনে করে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি কোনোটাই সিরিজ আয়োজনের উপযোগী নয়। তাই এই সিরিজের ব্যাপারে তাদের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেছেন, এখনো পর্যন্ত যা খবর তাতে এই সিরিজের ব্যাপারে সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই। এদিকে,ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী ভারত-পাকিস্তানের এই দ্বিপাক্ষিক সিরিজটি অনেকাংশ নির্ভর করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মর্জির ওপরই। তিনি অনুমোদন দিলেই মূলত আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধের দামামা বাজবে।সূত্র: এনডিটিভি, আইএএনএস। ২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে