শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৪:০২:৩৬

‘চাপে ভালো খেলে জার্মানি’

‘চাপে ভালো খেলে জার্মানি’

স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা জার্মানিকে নিয়ে কঠিন সমালোচনা হচ্ছে ফুটবল বিশ্বে। এমনকি জার্মানরাও ধুয়ে দিচ্ছে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্সকে। বাইরের সমলোচনা ও হারে কঠিন চাপে জার্মানি। তবে ‘ডি মানসাফট’ যে চাপের মুখেই সেরাটা খেলে, সেটাই মনে করিয়ে দিয়েছেন মিরোস্লাভ ক্লোসা।

সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জার্মানি। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হতে যাওয়া এই লড়াইয়ে হেরে গেলেই আরও একটি অঘটন দেখবে বিশ্বকাপ। সুইডেনের জয় এবং আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে মেক্সিকো হারিয়ে দিলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে জার্মানি। তাতে বিশ্বকাপের টানা তিন আসরে চ্যাম্পিয়ন দলের গ্রুপ পর্ব থেকে বিদায়ের দৃশ্য দেখবে ফুটবল বিশ্ব।

সুইডেনের বিপক্ষে তাই কঠিন চাপে জার্মানি। তার সঙ্গে সমালোচনার তীরেও বিদ্ধ হতে হচ্ছে ইওয়াখিম ল্যোভের দলকে। যদিও ক্লোসার বিশ্বাস ঘুরে দাঁড়াবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মনে করিয়ে দিয়েছেন, জার্মানি সবসময় চাপে থাকলেই খেলে সেরা খেলাটা। জার্মান কিংবদন্তি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা (জার্মানি) চাপের মধ্যেই সেরা খেলাটা খেলি। তাই শনিবারের ম্যাচ নিয়ে যতই সংশয় থাকুক না কেন, আমি ইতিবাচক।’

২০১৪ বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেওয়া ক্লোসা ফুটবল মহাযজ্ঞে করেছেন ১৬ গোল। ফুটবলের বড় মঞ্চে তিনি জ্বলে উঠেছেন সবসময়। সাবেক সতীর্থদের পাশে থাকলেও তাদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেননি তিনি। মেক্সিকোর বিপক্ষে হারে কোনও রকম অজুহাত দাঁড় করাতে রাজি নন ক্লোসা, ‘ঘাস বড়, বাজে রেফারি, সূর্যের তাপ প্রচণ্ড- এই সব কথা আমার পছন্দ নয়। আমি সবসময় এগিয়ে চলেছি এবং এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে