রবিবার, ২৪ জুন, ২০১৮, ০৭:৩৮:৫৭

আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না: মেসি

আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না: মেসি

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে খুব একটা ভালো পজিশনে নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে কঠিন সমীকরণে অবস্থান করছে মেসির দলটি।

হয়তো এবারের বিশ্বকাপটি শেষ বিশ্বকাপ হতে পারে মেসির জন্য। আজ রোববারই ৩০ পেরিয়ে ৩১ বছরে পা দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। দ্বিতীয় রাউন্ডে তাদের জায়গা করে নেওয়া নিয়ে অনেক শঙ্কা থাকলেও এবারের আসরের ফাইনাল খেলতে চান মেসি।

নিজের জন্মদিনে বিশ্বকাপ স্বপ্ন নিয়ে এমনটিই জানিয়েছেন মেসি। একই সঙ্গে এবার না হলে কাতার বিশ্বকাপ দলের হয়ে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। আর বিশ্বকাপ না জিতে অবসর নিতে চান না মেসি।

তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। এই কথা থেকেই অনেক কিছু বোঝা যায়। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কেমন তা এটা থেকেই বুঝে নেওয়ার কথা। আমার জন্যও তাই। বিশ্বকাপ জেতার স্বপ্নটা আমার মধ্যে সবসময়ই ছিল। শিরোপাটা জয়ের অনুভূতি কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছি। কিন্তু দেশের জন্য বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে