সোমবার, ২৫ জুন, ২০১৮, ০১:৩৫:৩৭

এখন স্পেন-পর্তুগাল-ইরানের ত্রিমুখী যুদ্ধ!

এখন স্পেন-পর্তুগাল-ইরানের ত্রিমুখী যুদ্ধ!

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় রাউন্ডে উঠতে জমজমাট স্পেন-পর্তুগাল-ইরানের ত্রিমুখী যুদ্ধ শুরু হয়ে গেল। এমন জটিল হিসেবে মনে হয় না বিশ্বকাপে আর হয়েছে। বিশ্বকাপ জয় করার দাবি রাখে স্পেন বা পর্তুগাল। ইরানের সম্ভাবনা যদিও কম তারপরেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠিন যে গ্রুপটি তা হল বি- গ্রুপে মরক্কো ছাড়া বাকি তিন দল স্পেন, পর্তুগাল আর ইরানের মধ্যে ত্রিমুখী যুদ্ধ। পয়েন্ট টেবিলের এক-দুইয়ে থাকা স্পেন, পর্তুগালের দ্বিতীয় রাউন্ড অনেকে নিশ্চিত ধরে নিলেও মারপ্যাঁচের অঙ্কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ইরানও। এখন স্পেন-পর্তুগাল-ইরানের ত্রিমুখী যুদ্ধ!

রাশিয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে আপাতত গ্রুপের শীর্ষে স্পেন। আর স্পেনের ঠিক পরের স্থানটিই পর্তুগালের। দুই ম্যাচেই হেরে এরই মধ্যে সব সম্ভাবনা শেষ মরক্কোর, আর দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে এখনও শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে ইরান।

আজ বাঁচামরার লড়াই রোনালদোর পর্তুগালের। আজ শেষ ম্যাচে যদি পর্তুগালকে হারিয়ে অঘটন ঘটিয়ে দেয় ইরান, তাহলেই গেল! ওদিকে যদি স্পেনও জিতে যায় মরক্কোর বিপক্ষে তবে লিসবনের ফ্লাইট ধরতে হবে ক্রিস্তিয়ানো রোনালদোদের।

ইরানের কাছে হেরে গেলেও পর্তুগালের সম্ভাবনা থাকবে, যদি মরক্কো হারিয়ে দেয় স্পেনকে। যদিও কাজটা বেশ কঠিন। তারপরেও অসম্ভব বলতে কিছু নেই। শুধু সেটুকুই যথেষ্ট নয়। স্পেন মরক্কোর কাছে হারলে তাদের পয়েন্টও থাকবে পর্তুগালের সমান চার। সেক্ষেত্রে যারা কম ব্যবধানে হারবে তারাই ইরানের গ্রুপসঙ্গী। তখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে ইরান।

পর্তুগালের বিপক্ষে জিতলে তো ইরান দ্বিতীয় পর্বে উঠবেই, ড্র করলেও তাদের একটা সম্ভাবনা আছে। তখন মেলাতে হবে দুই সমীরকণ। এক, যদি মরক্কোর কাছে দুই গোলের বড় ব্যবধানে স্পেন হারে তবেই খুলবে দুয়ার। আর দুই, পর্তুগালের সঙ্গে ড্র করলেও স্কোরলাইন থাকতে হবে বড়। যেমন মরক্কো যদি স্পেনকে ১-০ গোলে হারায় আর পর্তুগাল ইরান ৪-৪ গোলে ড্র করে তবেই পর্তুগালের পেছনে থেকে পরের রাউন্ডে যাবে ইরান।

এছাড়া স্পেন পর্তুগাল দুই দল একই ব্যবধানে জিতলেও উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য ফেয়ার প্লে পয়েন্টের দ্বারস্থ হতে হবে। জমজমাট এই গ্রুপের শেষ দুই ম্যাচের প্রতি তাই বাড়তি মনোযোগই থাকবে ফুটবলপ্রেমীদের।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে