মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ০৬:২০:০৮

দারুণ চমক, রানের খাতা খুলতেই দিলেন না মোস্তাফিজ

দারুণ চমক, রানের খাতা খুলতেই দিলেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এ দলের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুইটি টেস্ট ম্যাচ ড্র হয়েছিলো। আর তাইতো দুই দল এমন সমীকরণে দাঁড়িয়ে ছিল যে তৃতীয় ম্যাচটি যে দল জিতবে তারাই সিরিজ জিতবে। কিন্তু আজ লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বিবর্ণ ছিলো টাইগার ব্যাটসম্যানরা। লঙ্কান বোলারদের বোলিং তোপে মাত্র ১৬৭ রানেই অলআউট হয়ে যায় তারা।

জবাবে ব্যাট করতে নেমে খুব ভালো একটা পজিশনে নেই শ্রীলঙ্কা। শুরুতেই ওপেনার সাদিরা সামারাবিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন সৌম্য সরকার। এরপর ১২ রান করা লঙ্কান অধিনায়ক থিরিমান্নেকে ফেরান নাইম। দারুণ চমক, ব্যাট করতে আসা আসান প্রিয়ঞ্জন রানের খাতা খুলতেই দিলেন না মোস্তাফিজ।

ইনজুরি কাটিয়ে প্রায় দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছেন মোস্তাফিজ। মাঠে নেমেই উইকেটের দেখা পেলেন এই পেসার।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, সাইফ হাসান, জাকির হোসাইন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, সাদিরা সামারাবিক্রমা, আসান শাম্মু, চারিথ আসালাঙ্কা, মনোজ শরৎচন্দ্র (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, শিহান মাদুশাঙ্কা, মালিন্দা পুষ্পকুমারা, আসান প্রিয়ঞ্জন ও বিশ্ব ফার্নান্ডো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে