মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ০৭:১০:৩৯

হঠাৎ রুবেলের পরিবর্তে জয়ের প্রত্যাশায় এবার যাচ্ছেন সেই ভয়ঙ্কর টাইগার ক্রিকেটার

হঠাৎ রুবেলের পরিবর্তে জয়ের প্রত্যাশায় এবার যাচ্ছেন সেই ভয়ঙ্কর টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগা টেস্টে বাজে ভাবে হেরে হতাশ বাংলাদেশ ক্রিকেট দল। যা এখনো অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের কাছে দু:স্বপ্নের মতোই। এমনটাই জানিয়েছেন তিনি। তবে, জ্যামাইকা টেস্টে ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তামিম।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই নিজেদের মেলে ধরার প্রত্যয় তামিমের কন্ঠে। ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

এদিকে প্রত্যাশিত বোলিং উপহার দিতে পারেননি বলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রুবেল হোসেনকে দলে দেখতে চাইছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষে এই টাইগার পেসারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। হঠাৎ রুবেলের পরিবর্তে জয়ের প্রত্যাশায় এবার যাচ্ছেন সেই ভয়ঙ্কর টাইগার ক্রিকেটার। ওয়ানডেতে তার জায়গায় মূল একাদশে খেলবেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ দলে ঢুকলে আর রুবেল ফিরে আসলে বাংলাদেশ দল ১৫ জনে পরিণত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে