বুধবার, ১১ জুলাই, ২০১৮, ০৯:৪৩:২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রান করার মিশনে বিজয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রান করার মিশনে বিজয়

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছিলেন টাইগার ওপেনার আনামুল হক বিজয়। সেই সময়ের পর থেকে একে একে কেটে গেছে দীর্ঘ ৬টি বছর।

আর এই সময়ের মধ্যে নিজেকে বেশ পরিণত একজন ক্রিকেটার হিসেবেই গড়ে তুলেছেন বিজয়। এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজেকে মেলে ধরতে চান তিনি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়া এই ব্যাটসম্যান সম্প্রতি জানিয়েছেন ২০১২ সালের সেই পারফর্মেন্স এই সিরিজেও দেখাতে চান। আনামুল হক বিজয় বলেন,

'বিদেশের মাটিতে সেঞ্চুরি করলে অনেক আত্মবিশ্বাস বাড়ে। আমার কাছে তখনকার সময়টি অনেক ভালো ছিলো। চেষ্টা করবো ঐ স্মৃতিটা ধরে রেখে এই সিরিজটিতে যেন ভালো কিছু করতে পারি।'

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভালো খেলতে পারলে সামনের সিরিজগুলোতে সেই ফর্ম ধরে রাখা সহজ হবে বলে বিশ্বাস করেন বিজয়। 

তাঁর ভাষ্যমতে, 'এরপর আরো বড় বড় সিরিজ রয়েছে। এখানে ভালো করতে পারলে সেই সিরিজগুলোতেও ভালো কিছু করার চেষ্টা করবো।'

ক্যারিবিয়ান সফরে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে তারা। তবে বিজয় মনে করছেন এখনই সব শেষ হয়ে যায়নি এতে।

বরং সিরিজে ফিরতে সক্ষম হবে সাকিব আল হাসানদের দল। আর এর জন্য পারফর্মেন্স ধরে রাখতে হবে সকলকে উল্লেখ করে তিনি বলেন, 'টেস্টে আমরা একটি ম্যাচ হেরে গিয়েছি। তবে আমাদের সমতায় ফেরার একটি সুযোগ আছে। তবে ওয়ানডেতে চেষ্টা করবো সিরিজ জেতার। আর জয়ের জন্য নিজেদের পারফর্মেন্স ধরে রাখতে হবে।'

ওয়ানডে সুযোগ পেলে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন বিজয়। দলের সাফল্যে অবদান রাখতে যথাসাধ্য চেষ্টা করাই ব্রত তাঁর। পাশাপাশি উইকেটে সেট হয়ে লম্বা ইনিংস খেলতেও বদ্ধপরিকর তিনি। 

বক্তব্য অনুসারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রান করার মিশনে বিজয়। তিনি বলেন, 'আমি অবশ্যই চেষ্টা করবো বাংলাদেশ দলে অবদান রাখতে। সেটি ৫০ রান হোক, কিংবা ১০০ রান হোক। উইকেটে সেট হতে পারলে যদি লম্বা ইনিংস খেলতে পারি তাহলে আসলে নিজেকে বোঝানো যাবে যে কতটুকু উন্নতি হয়েছে বা করতে পেরেছি। চেষ্টা করবো বড় ইনিংস খেলার। যেটি করার দরকার সেটি চেষ্টা করবো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে